১৫/২০ দিন বয়সে আলু গাছে প্রথম স্প্রে দিতে হয়।ম্যানকোজেব গ্রুপের ছত্রাক নাশক যেমন: ডাইথেন এম-৪৫ কিংবা সিনমাজেব যে কোন একটি প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে প্রয়োগ করতে হবে। এরপর সালফার প্রতিলিটার পানিতে ২ গ্রাম, যেমন: সালফো সার্চ, থিওভিট ৮০ ডব্লিউজি প্রয়োগ করবেন। কাটুই পোকা দমনে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন:
ডারসবান ২০ ইসি, যেমন, হাইড্রো, সেতারা ৫৫ ইসি
প্রতি লিটার পানিতে ২ মি.লি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
প্রতি ১৬ লিটার পানির জন্য ম্যানকোজেব ২ গ্রাম+ক্লোরোপাইরিফস ২ মিলি+সালফার
২ গ্রাম।
শের তারিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক
কৃষিবন্ধু
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।