১৫/২০ দিন বয়সে আলু গাছে প্রথম স্প্রে দিতে হয়।ম্যানকোজেব গ্রুপের ছত্রাক নাশক যেমন: ডাইথেন এম-৪৫ কিংবা সিনমাজেব যে কোন একটি প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে প্রয়োগ করতে হবে। এরপর সালফার প্রতিলিটার পানিতে ২ গ্রাম, যেমন: সালফো সার্চ, থিওভিট ৮০ ডব্লিউজি প্রয়োগ করবেন। কাটুই পোকা দমনে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন:
ডারসবান ২০ ইসি, যেমন, হাইড্রো, সেতারা ৫৫ ইসি
প্রতি লিটার পানিতে ২ মি.লি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
প্রতি ১৬ লিটার পানির জন্য ম্যানকোজেব ২ গ্রাম+ক্লোরোপাইরিফস ২ মিলি+সালফার
২ গ্রাম।
শের তারিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক
কৃষিবন্ধু
<p><span style="color: rgb(119, 119, 119); font-family: SolaimanLipi; font-size: 17.6px; background-color: rgb(239, 245, 244);">সম্পাদক ও প্রকাশক : শের তারিকুল ইসলাম </span></p><p><span style="background-color: rgb(239, 245, 244);"><font color="#777777" face="SolaimanLipi"><span style="font-size: 17.6px;">টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট (২য় তলা), কোম্পানীগঞ্জ,সিলেট। ০১৭১৬৭২৩২৮৫ </span></font></span></p>
All rights reserved © 2024